কাল থেকে খুলছে আমিরাতের ৩০ ভাগ মসজিদ


ক'রোনাভা'ইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে গত ১৬ মার্চ সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ ব'ন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রায় সাড়ে ৩ মাস পর এবার দেশটিতে মসজিদ খোলার অ'নুমতি দেওয়া হল। 
ত'বে প্রাথমিকভাবে নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত করে সেখানকার মসজিদ খোলার কথা বলা হয়েছে। প'রিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে বাকিগুলোর ব্যাপারে সি'দ্ধান্ত নেওয়া হবে।

গতকাল সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই ঘো'ষণা দেয় দেশটির জাতীয় সংকট ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 
সেখানে বলা হয়, যে নির্দিষ্ট মসজিদ'গুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর ইমাম ও মোয়াজ্জিনকে সরকারিভাবে কো'ভিড পরী'ক্ষার ব্যবস্থা করা হয়েছে। ন'মুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তবেই নামাজ শুরু হবে ওইসব মসজিদে।

জাতীয় সংকট ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সাইফ আল ধাহেরি বলেন, মসজিদ চালু করার ঘোষণার পাশা'পাশি আমরা কিছু নিয়মাবলী মসজিদ'গুলোতে পাঠিয়ে দিয়েছি। 
১২ বছরের নিচের কোনো শিশু মসজিদে আসতে পারবে না। বৃদ্ধরা কিংবা যারা অসুস্থ, তাদেরকে'ও মসজিদে আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।
তিনি আরো বলেন, মসজিদে মুসল্লিরা তিন ফিট দূ'রত্ব বজায় রেখে দাঁড়াবেন। 
বাড়ি থেকে সবাই'কে ওজু করে আসতে হবে। এমনকি কেউ যদি মসজিদে কোরআন পড়তে চায় তাহলে সেটা বাড়ি থেকে নিয়ে আ'সতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ