ভারতে বাড়ি বাড়ি গিয়ে গোবর কিনবে সরকার



এবার বাড়ি বাড়ি গিয়ে গরুর গো'বর কেনার কথা ঘো'ষণা করল ভারতের ছত্তিশগড়ের রাজ্য সরকার।
(২৫ জুন) বৃহস্পতিবার রাজ্য মুখ্য'মন্ত্রী ভূপেশ বাঘেল এ নয়া প্রকল্পের কথা ঘো'ষণা করেন।

তিনি জানান, হরেলি (স্থানীয় উৎসব) থেকেই এ প্র'কল্প চালু হয়ে যাবে। প্রকল্প মোতাবেক কৃষকের বাড়ি বাড়ি গিয়ে গোবর কি'নবে সরকারের সং'শ্লিষ্ট শাখার কর্মচারীরা।

ওই রাজ্যের মুখ্য'মন্ত্রী জানান, আগামী ৭-৮ দিনের মধ্যেই গোবরের দাম নি'র্ধারিত করা হবে। এজন্য ৫ সদস্যের একটি কমিটি তৈরি হয়েছে। কৃষি ও পানিসম্পদ ম'ন্ত্রী রবীন্দ্র চৌবেকে এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। 
এমন একটি পরিকল্পনার কা'রণ হিসেবে ভূপেশ বাঘেল বলেন, গরু ছে'ড়ে রাখার একটি ধারা লোকজনের মধ্যে রয়েছে। গবাদিপশু রাস্তা'ঘাটে অবাধে বিচরণ করায় অনেকবার দুর্ঘ'টনা ঘটেছে।
যার জেরে প্রাণ'হানিও হয়েছে।

আবার ছাড়া গরু অন্যের ফসল খেয়ে ন'ষ্ট করেছে, এমনও হয়েছে। মুখ্য'মন্ত্রীর কথায়, গরু ছেড়ে রাখার এই যে ধারা চলে আসছে, তা বন্ধ' করতেই এ পদক্ষেপ। 
বাঘেল আরও জানান, গরু দুধ দেয়া ব'ন্ধ করলে, অনেকেই সেই গরুকে ঘরে রাখেন না। মালিকানাহীন, পরি'ত্যক্ত হয়ে রাস্তায় চরে বেড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ