ইহুদীবাদী ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: হামাস


ফিলিস্তিনের ইসলামি প্র'তিরোধ আ'ন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আরব'ও মুসলিম বিশ্বের রাজ'নৈতিক নেতাদের'কে ফিলিস্তিন ইস্যুতে ঐ'ক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
দখল'কৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বিরাট অংশ'কে ইহুদীবাদী সন্ত্রা'সীদের অ'বৈধ রাষ্ট্র ইসরাইলের স'ঙ্গে সংযুক্ত করার হীন পরিকল্পনা রুখে দেওয়ার জন্য মুসলিম নেতাদের প্রতি অনু'রোধ জানান তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের রাজ'নৈতিক দল ও সংগঠনের ১২০ জনেরও বেশী নেতাকে লেখা গত (২৪ জুন) বুধবার চিঠি'তে ইসমাইল হানিয়া বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিন ইস্যু'তে আরব ও মুসলিম বিশ্বের রাজ'নৈতিক দল এবং সংগঠনের নেতাদের ঐ'তিহাসিক দায়িত্ব রয়েছে। ফিলিস্তিনি জন'গণের বৈধ অধিকারের প্রতি সম'র্থন এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরাইলি পরিকল্পনা রুখে দেয়ার জন্য তাদেরকে সেই দায়িত্ব পা'লন করতে হবে।

ফিলিস্তিনের পশ্চিম তীর, জেরুজালেম, আল-কুদস এবং জর্দান উপত্যকা দখলের জন্য ইহু'দিবাদী সন্ত্রা'সীদের অ'বৈধ রাষ্ট্র ইসরাইল যে স'ন্ত্রাসী সিদ্ধান্ত নিয়েছে তার বি'রুদ্ধে লড়াই করতে ইসমাইল হানিয়া মুসলিম বিশ্বের নেতা'দের প্রতি আহ্বান জানান। 
ফিলিস্তিনের ভূমিতে মুসলমান এবং খ্রিস্টানদের জন্য যে'সব পবিত্র স্থান রয়েছে তার সুরক্ষা দাবিও তোলেন তি'নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ