ক'রোনার কারণে অনেক দিন ব'ন্ধ ছিলো সব রকম শুটিং। এই সময়টা নিজের বাগান'বাড়িতে কাটিয়েছেন বলিউড ভাইজান সালমান খান।
এই সময় সালমানের বাগান'বাড়িতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় এক গণ'মাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পর সালমান খানের বাগান বাড়ি ছেড়েছেন নায়িকা। কাছের এ'ক বন্ধুর ডাকে সাড়া নিয়ে সম্প্রতি সলমনের বাগান বাড়ি থেকে বের হয়েছেন জ্যাকলিন। বন্ধু'কে সহযোগীতা করতে পানভেল থেকে মুম্বাইতে ফিরেছেন এই অভিনেত্রী।
শ্রীলঙ্কান মেয়ে জ্যাকলিন বলিউডের নামি নায়িকাদের মধ্যে এক'জন। সালমান খানের প্রিয় নায়িকাও বটে। প্রায়ই সালমানের বাড়ি'তে যাওয়া আসা তার পারিবারিকভাবে।
ল'ক'ডাউনের আগে অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্ম'দিন উপলক্ষে সালমানের স'ঙ্গে তার বাগান বাড়িতে যান জ্যাকলিন ফার্নান্ডেজ। ল'ক'ডাউন শুরু হয়ে যাওয়ায় সেখান থেকে আর বের হতে পারেননি।
পানভেলের বাগান বাড়িতে সালমানের স'ঙ্গে একটি মিউজিক ভিডিওর মডেল'ও হন জ্যাকলিন।
প্রায় তিন মাস খান পরিবারের স'ঙ্গে কাটিয়ে অবশেষ মুম্বই'তে ফিরলেন তিনি।
এই সময় সালমানের বাগান'বাড়িতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় এক গণ'মাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পর সালমান খানের বাগান বাড়ি ছেড়েছেন নায়িকা। কাছের এ'ক বন্ধুর ডাকে সাড়া নিয়ে সম্প্রতি সলমনের বাগান বাড়ি থেকে বের হয়েছেন জ্যাকলিন। বন্ধু'কে সহযোগীতা করতে পানভেল থেকে মুম্বাইতে ফিরেছেন এই অভিনেত্রী।
শ্রীলঙ্কান মেয়ে জ্যাকলিন বলিউডের নামি নায়িকাদের মধ্যে এক'জন। সালমান খানের প্রিয় নায়িকাও বটে। প্রায়ই সালমানের বাড়ি'তে যাওয়া আসা তার পারিবারিকভাবে।
ল'ক'ডাউনের আগে অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্ম'দিন উপলক্ষে সালমানের স'ঙ্গে তার বাগান বাড়িতে যান জ্যাকলিন ফার্নান্ডেজ। ল'ক'ডাউন শুরু হয়ে যাওয়ায় সেখান থেকে আর বের হতে পারেননি।
পানভেলের বাগান বাড়িতে সালমানের স'ঙ্গে একটি মিউজিক ভিডিওর মডেল'ও হন জ্যাকলিন।
প্রায় তিন মাস খান পরিবারের স'ঙ্গে কাটিয়ে অবশেষ মুম্বই'তে ফিরলেন তিনি।
0 মন্তব্যসমূহ