(০৫ জুলাই) রোববার তাদের ওয়েব সাইটে এ নির্দেশনা দেওয়া হয়। ডিজিনেট, জিনিউজ
ডিজিনেট জানায়, মাস্ক পরে শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং করলে শরীরে অক্সিজেন কমে গিয়ে উল্টো তা স্বা'স্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে! তাই এই সময় মাস্ক ব্যবহার করা যাবে না। নিজের গাড়ি'তে একা ভ্রমণ করছেন তখন মাস্ক পরার দরকার নেই।
যদি দৈহিক পরিশ্রমের কাজ করেন তখন তো মাস্ক পরা খুবই বিপদের। কা'রণ সে সময় মাস্ক পরে থাকলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বি ঘ্নি ত হতে পারে।
জি নিউজ বিশ্ব'স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে জানায়, এমনকি একই মাস্ক ৪ ঘন্টার বেশি ব্যবহার ভালো নয়।
কারণ, মাস্কে ড্রপলেট জমা হয়, মাস্ক পরে যখন কথা বলা হয়। ফলে ৪ ঘন্টা পরপর মাস্ক বদলাতে হবে। মাস্ক'টি যখন ব্যবহৃত হচ্ছে না, তখন এটিকে যেখানে সেখানে রাখা যাবে না। কারণ, এতে জীবাণু'বহণ করতে পারে মাস্ক। তাই মাস্ক স্যানিটাইজ করে নিরা'পদ স্থানে রাখতে হবে ।
0 মন্তব্যসমূহ