ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে প্রস্তাব দিল আমেরিকা


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড'ট্রাম্পের জাতীয় নিরা'পত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন এবার ইহুদীবাদী সন্ত্রা'সীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল'কে স্বীকৃতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করছেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে রিয়াদের জন্য ‘চমৎকার’ সিদ্ধান্ত।

(১৬ আগস্ট) রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

ওই সাক্ষাত'কারে তিনি এ'কথা ফাঁস করে দেন যে, ইহু'দীবাদী ইস'রাইলকে স্বীকৃতি দিতে শুধু সৌদি আরব নয় মধ্য'প্রাচ্যের আরো বেশ কয়েকটি দেশ'কে উৎসাহিত করে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উ'পদেষ্টা বলেন, শিগগিরই আরো দুই বা ততোধিক দেশ ইসরাইলের স'ঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।
ওব্রায়েন এমন সময় এ'সব কথা বললেন যখন ইহু'দীবাদী সন্ত্রা'সীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল'কে সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃতির বি'রুদ্ধে মুসলিম দেশগুলোর পাশা'পাশি ফিলিস্তিনি সংগঠন'গুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই তীব্র প্র'তিবাদের অংশ হিসেবে লিবিয়ায় আমেরিকার দূতা'বাসে হামলা' করেছেন সাধারণ জনগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ