কওমী মাদরাসা খুলে দেওয়ার অনুমতি দিল সরকার


দেশের সকল কওমী মাদরাসার কিতাব বিভাগ খুলে দেওয়ার বিষয়ে সরকারের অ'নুমতি এসেছে। কিতাব বিভাগের প'রীক্ষা কার্য'ক্রম দ্রুত শুরু করার জন্য মন্ত্রি'পরিষদ সচিবের একটি বার্তা পাওয়ার পর এই কথা জানান মাওলানা ইয়াহইয়া মাহমুদ।


আজ (১৮ আগস্ট) মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, কওমী মাদরাসা'গুলো খুলে দেওয়ার জন্য আমরা চার আলেমের একটি টিম গতকাল সচিবালয়ে মন্ত্রি'পরিষদ সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করি।
তিনি আমাদের আশ্বস্ত করেন। আজ সকালে মন্ত্রি'পরিষদ সচিবের একটি বার্তায় দ্রু'ত পরীক্ষা গ্রহণ করার কা'র্যক্রম শুরু করতে বলা হয়েছে।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, আমরা ধরে নিতে পারি কিতাব বিভাগ খোলার অ'নুমতি হয়ে গেছে। এখন থেকে স্বাস্থ্য'বিধি মেনে শিক্ষা কার্য'ক্রম চালু করতে পারি।
আশা করি সরকারি বাঁধা আসবে না। প'রীক্ষা গ্রহণের জন্য কওমী মাদরাসা শিক্ষা'বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়ার স'ঙ্গে বৈঠক করবেন বলে'ও জানান তিনি ।

এ'দিকে কিতাব বিভাগ খুলে দেওয়ার বিষয়ে সামা'জিক যোগা'যোগ মাধ্যমে এক বার্তায় মাওলানা ড. মুশতাক আহমদ লিখেন, আল হামদু লিল্লাহ। সুখবর। মুহতারাম কাওমী উলামা! আপনারা দুআ করেছেন। আমরা ৪ বন্ধু মেহনত করেছি। মহান আল্লাহ আপনাদের সেহেরগাহী ও কান্নার ই'জ্জত রেখেছেন।
ফলে এখন হিফজখানার পর কিতাব'খানার জন্যও খোলার সু'খবর চলে আসছে। তবে ম'হামারী থেকে সাবধানতা অবলম্বন ও সু'রক্ষা গ্রহণে যেন বিন্দু'মাত্র ত্রুটি না ঘটে। ওলিল্লাহিল হামদ। কাজেই ছাত্র ছাত্রী'দের স্থগিত থাকা পরী'ক্ষার আ'য়োজন গ্রহন করুন। অ'নুমতি হয়ে গিয়েছে। শোকর আলহামদু লিল্লাহ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ