অবশেষে মুসলমানদের জন্যে খুলে যাচ্ছে আল আকসা মসজিদের দরজা!

বিশ্বের সকল মুসলমান'দের জন্য আল আকসা মসজিদ খুলে দিলে মুসলিম বিশ্বের স'ঙ্গে ইসরাইলের উত্তেজনা কমবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার। 

ইসরাইলের স'ঙ্গে আরবা আমিরাতের চু'ক্তির পর আরব আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

কুশনার বলেন, ইসরাইলিরা খুবই খুশি। কা'রণ তারা দুবাই হয়ে ভ্রমণের জন্য কম খরচে ফ্লা'ইট পাবে। আমি জানি অনেক মুসলিম'ও খুশি। কা'রণ তারা এখন দুবাই হয়ে তেলআবিব যেতে পারবে এবং আল আকসা প'রিদর্শন করতে পারবে। সেখানে মুসলিমরা স্বাধীন'ভাবে, শান্তিতে নামাজ পড়তে পারবে। এ চুক্তির কা'রণে জেরুজালেম এখন আগের তুলনায় অনেক নিরাপদ।

জারেড কুশনার আরও বলেন, মধ্য'প্রাচ্যের ইতিহাসে এই চুক্তি অন্য'তম বড় ঘ'টনা। ৭০ বছরের ইতিহাসে এটি তৃতীয় চুক্তি। আর গত ২৬ বছরে প্রথম কোনো আরব রাষ্ট্র ইসরাইলের স'ঙ্গে চুক্তি করতে সম্মত হলো।
যদি'ও মুসলিম বিশ্ব'জুড়ে এ চুক্তির ফলে তুমুল সমা'লোচনা চলছে। আরব আমিরাত ও ইসরাইলের এই চুক্তির সুদূরপ্রসারী প্রভাব উপলব্ধি করতে পারছে না সমালোচনা'কারীরা। এর মাধ্যমেই মধ্য'প্রাচ্যের সব সম'স্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন কুশনার।

তবে আল'আকসা খুলে দেওয়া হলেও, এর তত্ত্বাবধানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহই থাকবেন বলে জানিয়েছে ইসরাইল। আল আকসা বা বায়তুল মোকাদ্দাস। মুসলমান'দের প্রথম কেবলা। ইসরাইল দখল'কৃত জেরুজালেম শহরে অবস্থিত এটি।
ফিলিস্তিনে জবর-দখলের প্রেক্ষিত্রে ইসরাইলের স'ঙ্গে মুসলিম বিশ্বের বিরোধ। এ'ছাড়া বায়তুল মোকাদ্দাসে ইবাদত-বন্দেগি ও নামাজ পড়তে বাঁধা দেওয়া অন্য'তম কারণ।

এর আগে ২০১৯ সালের ১৭ অক্টোবর দখল'দার ইহুদি সম্প্রদায়ের লোকেরা জেরুজালেমের সব'চেয়ে পবিত্র ও স্পর্শকাতর জায়গা আল-আকসা মসজিদে প্রবেশ করে। ইহু'দিদের ‘সুক্কত’ উৎসবকে কেন্দ্র করে তারা আল-আকসা মসজি'দে প্রবেশ করে।
তুরস্ক'ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কত উপ'লক্ষে শত শত কট্টর'পন্থি ইহুদি আল-আকসায় প্রবেশ করে। তাদের আল-আকসায় প্রবেশ করতে সহায়তা করছে ইসরায়েলি পু'লিশ।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। আর ১৯৮০ সালে পুরো শহরটি'কেই নিজেদের দখলে নেয় ইহু'দিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ