যত দিন বেঁচে আছি এতিমদের পাশে আছি : প্রধানমন্ত্রী

 

আওয়ামী'লীগ সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা এতিম'দের উদ্দেশে বলেছেন, তোমরা যারা এতিম তাদের ব্যথা আমরা বুঝি। আমিও এক'দিন ঘুম থেকে উঠে শুনি আমার বাবা-মা-ভাই'সহ কেউ নেই। সে কারণে আমরা এতিম'দের দুঃ'খ বুঝি। তোমরা যারা এতিম, তারা একা নও। যত'দিন বেঁচে আছি তত'দিন তোমাদের পাশে আমি আছি।

জাতির জনক বঙ্গ'বন্ধু শেখ মুজিবুর রহমান'সহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে আজ শুক্রবার ৫০ হাজারবার কোরআন খতম উপলক্ষে আ'য়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমাজ'কল্যাণ মন্ত্র'ণালয় ও সমাজ কল্যাণ অধিদফতর এ অনুষ্ঠানের আ'য়োজন করে।

এতিমদের উদ্দেশে প্রধান'মন্ত্রী আরও বলেন, তোমাদের জন্য অর্থ বরাদ্দ বৃzদ্ধি করা হয়েছে । তোমরা প্রতিটি শি'শু যেন নিজের পায়ে দাঁড়াতে পারো এ'জন্য তোমাদের ভোকেশনাল ট্রেনিং দেয়া হচ্ছে। বাবা-মা কারো চি'রকাল থাকে না। তোমরা মানুষের মতো মানুষ হলে বাবা-মা যেখানেই থাকুক, তারা তোমাদের জন্য দোয়া করবেন। তোমরা মানুষ হতে পারলে তোমরাও এক'দিন এতিমদের পাশে দাঁড়াতে পারবে।

তিনি বলেন, আমি এবং আমার ছোট বো'ন শেখ রেহানা সব সময় তোমাদের মতো এ'তিম এবং অস'হায়দের কথা ভাবি। এ'জন্য তাদের বিভিন্ন সু'যোগ-সুবি'ধা কিভাবে দেয়া যায় আমরা সে চিন্তা করি। তাদের জন্য অনেক সু'যোগ-সুবিধা বাস্তবায়ন করেছি।
আমাদের জীবনে তোমরাই সব'চেয়ে আপনজন। এ'জন্য আমাদের পরিবারে যে কারো জন্মদিনে আমরা বাইরে বড় করে কোনো অনুষ্ঠান না করে তোমাদের মত এতিম'দের কাছে আমরা মিষ্টি ও খাবার পাঠাই।

প্রধান'মন্ত্রী আরও বলেন, বড়'লোকেরা তো সব সময় ভালো ভালো খাবার খায়। যে কারণে জন্ম'দিনে অন্য কাউকে দাওয়াত না করে আমরা তোমাদের মতো শিশু'দের দাওয়াত করি।
তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক। মন দিয়ে পড়া'শোনা করবে। সততা, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে তোমরা কাজ করবে। নিজেরা ব'ড় হতে পারলে তোমরা একদিন এই রাষ্ট্রের উপ'কার করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ