প্রেমিকার বাড়ির সামনে মৃত্যুর ৩৬ দিন পর প্রেমিকের লাশ উত্তোলন

 

কুমিল্লার দেবিদ্বারে প্রে'মিকার বাড়ির সামনে মাঈনুদ্দিন'মহিন নামের এক কলেজ'ছাত্রের মৃ'ত্যুর কারণ উদ'ঘাটনে ৩৬ দিন পর কবর থেকে তার মর'দেহ উত্তোলন করা হয়েছে।

(২৩ আগস্ট) রবিবার দেবিদ্বার উপ'জেলার রাজামেহার ইউনিয়নের চুলহাশ গ্রামের মাউদ আলীর বাড়ির পারিবারিক কবর'স্থান থেকে এ লা'শ উ'ত্তোলন করা হয়।

সূত্র জানায়, মহিনের বোন আয়শা আক্তারের অ'ভিযোগ তার ভাইকে প্রে'মের ঘটনায় গত ১৮ জুলাই রাতে প্রেমিকার বাড়ি'তে ডেকে নিয়ে প্রেমিকার পরিবারের সদস্যরা নির্মম'ভাবে নি'র্যাতনে করে মেরে ফেলে।
এই অ'ভিযোগ এনে প্রেমিকার বড় ভাই জামাল হোসেন (২১), মেহেদী হাসান (১৯), প্রেমিকা রিয়া মনি (১৮), প্রেমিকার বাবা আবুল হাসে'মসহ (৫২) চার'জনের নামে এবং অজ্ঞাতনামা আরও কয়েক'জনকে অভি'যুক্ত করে গত ২৬ জুলাই কুমিল্লা ৪নং আমলি আ'দালতের চিফ জুডিশিয়াল ম্যা'জিস্ট্রেটের আদা'লতে একটি হ'ত্যা মাম'লা দায়ের করেন।

আ'দালত হ'ত্যা বা আত্মহ'ত্যার ঘট'নায় দেবিদ্বার থা'নায় কোনো অপমৃ'ত্যু বা হ'ত্যা মা'মলা দায়ের করা হয়েছে কীনা এ বিষয়ে দেবিদ্বার থা'নার ভার'প্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিন'দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নি'র্দেশ দেয়।
দেবিদ্বার থা'নার ভারপ্রাপ্ত কর্মকর্তা থা'নায় কোনো অপমৃ'ত্যু বা হ'ত্যা মামলা দায়ের হয়নি মর্মে লিখিত প্রতিবেদন দাখিল করলে, গত ২৯ জুলাই মহিনের লা'শ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের পর মা'মলাটি নথিভুক্ত করার জন্য ওসি'কে নির্দেশ দেয়। গত ২৯ জুলাই রাতে মামলা'টি দেবিদ্বার থা'নায় নথিভুক্ত করা হয়।

নি'হতের পরিবার ও বন্ধুরা জানান, গত ১৮ জুলাই রাতে তারা দু'জনই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে মেয়ে'টির বাড়ির আঙিনায় মিলিত হয়।
পরে রাত পৌনে দশ টায় মেয়ের বড় ভাই মেহেদী হাসান মহিনের খালাতো'ভাই আবু তাহেরের কাছে ফোন করে বলেন, তোমার ভাই এখানে বি'ষ খেয়ে পড়ে আছে তাকে এসে নি'য়ে যাও।

নি'হতের খালাতো ভাই আবু তাহের জানান, তিনি ঘটনা'স্থলে এসে দেখতে পান, মহিন মাটিতে পড়ে আছে। মহিনকে উ'দ্ধার করে রায়পুর হাস'পাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকি'ৎসক মহিনকে মৃ'ত ঘোষণা করেন।
এ সময় তার মুখে বিষের কোনো গন্ধ পাননি বলেও জানান তিনি।
মাম'লার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থা'নার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, তদন্ত চলছে, ময়না'তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে ঘ'টনাটি হ'ত্যা না আত্মহ'ত্যা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ