স্বামীর ৩ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত স্ত্রী’ও

 

নারায়ণগঞ্জে ক'রোনায় আ’ক্রান্ত হয়ে স্বামীর মৃ’ত্যুর ৩ ঘণ্টার ব্যবধানে স্ত্রী'ও মা’রা গেছেন। এ ঘ'টনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।


গত সোমবার গভীর রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাস'পাতালে চিকি'ৎসাধীন অবস্থায় ওই দম্পতি মা’রা যান।
ক'রোনা আ’ক্রান্ত হওয়ার পর ইউসুফ আলী দেওয়ান (৯০) ও তার স্ত্রী' ফিরোজা দেওয়ানকে (৮০) প্লা'জমা ডোনেশন করেছিলেন টিম খোরশেদ। প্লা'জমা দেয়ার পরও তাদের শেষ র'ক্ষা হয়নি। তারা নারায়ণগঞ্জ শহরের ৩১নং কেসি নাগ রোড,
আমলাপাড়া এলাকার বা'সিন্দা ছিলেন।

কিছু'দিন ধরেই সপরিবারে ঢাকার পুরানা পল্টনে বস'বাস করছিলেন তারা। এ'দিকে ক'রোনায় ওই দম্পতির মৃ’ত্যুর পর তাদের ছেলে ব্যবসায়ী ইসমাইল দেওয়ানের আহ্বানে নারায়ণগঞ্জ সিটি কর'পোরেশনের ১৩নং ওয়ার্ডের কা'উন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিমের নে'তৃত্বে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) ম’রদেহের দা'ফন সম্পন্ন করা হয়। তাদের জা'নাজা পড়ান কেন্দ্রীয় কবর'স্থান মসজিদের ইমাম মাওলানা বদর শাহ।

কাউন্সিলর খোরশেদ জানান, ক'রোনায় মা’রা যাওয়া স্বামী-স্ত্রী' আমার নির্বাচনী এ'লাকা আমলাপাড়ার বা'সিন্দা ছিলেন। বেশ কিছু'দিন ধরে তারা সপরিবারে ঢাকায় বসবাস করতেন।
ক'রোনায় আ’ক্রান্ত হয়ে ঢাকার একটি হাস'পাতালে ভর্তি থাকার পর তাদের ছেলের আহ্বানে টিম খোরশেদ উভয়'কেই প্লা'জমা ডোনেশন করেছিল।

কি'ন্তু সোমবার গভীর রাতে ৩ ঘণ্টার ব্যব'ধানে হাস'পাতালে ওই দম্পতি মা’রা যান। পরে পরিবারের আহ্বানে হাস'পাতাল থেকে নারায়ণগঞ্জে লা’শ এনে টিম খোরশেদ মৃ’তদেহের গোসল, কা'ফন ও জা'নাজা শেষে মাসদাইর কবর'স্থানে দা'ফন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ