রামমন্দির ট্রাস্টের প্রধান করোনায় আক্রান্ত, আতঙ্কে মোদি

 

ক'রোনা ভা'ইরাসে আ'ক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্য গোপাল দাস। গত বুধবার ম'ন্দিরের ভিত্তি'প্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশটির প্রধান'মন্ত্রী নরেন্দ্র মোদির স'ঙ্গে উপস্থিত ছিলেন তিনি।

ভারতীয় গণ'মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নি'র্মাণে ভূমিপূজো অনুষ্ঠানে উপস্থিত হন ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দা'স।
অনুষ্ঠানে প্রধান'মন্ত্রী নরেন্দ্র মোদী একই মঞ্চে উপ'স্থিত ছিলেন নৃত্য গোপাল দাস।

ভূমি'পূজায় মোদি তার গা-ঘেঁষে দাঁড়িয়েছিলেন, তাই এবার নড়েচড়ে বসেছে প্রধান'মন্ত্রী দফতর। ওই পুরোহিতের কো'ভিড সংক্র'মণের খবর পাওয়ার পর বেশ কয়েক'জন কর্মকর্তাকে আই'সোলেশনে পাঠানো হয়েছে।
মঞ্চে থাকা অন্যরা হলেন উত্তর প্রদেশের মুখ্য'মন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং বিজেপির আদর্শিক পরামর্শদাতা, রাষ্ট্রীয় স্বয়ং'সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

গোপাল দাস বর্তমানে মথুরায় আছেন। মথুরার জেলা ম্যা'জিস্ট্রেট সরভাগ্য রাম মিশ্র বলেন, মহারাজ গোপাল দাসের কিছুটা জ্ব'র আছে বলে আমরা খবর পেয়েছি। আমরা একটি মে'ডিকেল টিম পাঠিয়েছি। তারা প'রীক্ষা করে ও'ষুধ দেওয়া হয়েছে।
তাঁর হালকা শ্বাস'কষ্টও আছে। আমরা তাঁর অক্সিজেনের মাত্রাও প'রীক্ষা করেছি। এতে গুরুতর কিছু ধরা পড়েনি। পরে ক'রোনা পরী'ক্ষা করা হলে তাঁর রিপোর্ট প'জিটিভ আসে।

এদিকে ভারতে কো'ভিড সংক্র'মণের সংখ্যা এখন ২৫ লাখ ছুঁইছুঁই। মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছা'কাছি। তবুও দেশ'টি পহেলা জুন থেকে স্বাভাবিক হওয়ার দিকে এগুতে শুরু করে। এতে প্রতিদিনই, মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। সচেতন মহলে বাড়ছে আ'তঙ্ক।

উল্লেখ্য, রাম'মন্দিরের ভূমিপূজো অনুষ্ঠানের কিছু'দিন আগেই দায়িত্বে থাকা এক পুরোহিত এবং নিরা'পত্তার দায়িত্বে থাকা ১৪ পুলিশ'কর্মীর ক'রোনা ভা'ইরাস শনাক্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ