ক'রোনা ভা'ইরাস এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে স্বাস্থ্য'মন্ত্রী জাহিদ মালেকের এমন বক্তব্যে তীব্র সমা'লোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম'মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো পাগলের তেল-টেল থাকলে একটু স্বাস্থ্য'মন্ত্রীর কাছে পাঠিয়ে দিন, এতে দেশের মানুষ উপ'কৃত হবে।
রোববার এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী এ'সব কথা বলেন। রিজভী বলেন, এই স্বাস্থ্য'মন্ত্রী উদ্ভট এক লোক। পা'গলের তেল পাঠিয়ে দিন। যাতে তার এই আবোল-তাবোল বলার যে পা'গলামিটা, সেটা যেন কমে।ক'রোনা ভা'ইরাস পরিস্থিতি নিয়ে দৈনিক বুলেটিন প্রচার ব'ন্ধ করে দেওয়ার সমালোচনাও করেন বিএনপি নেতা। প্রতি'দিন ব্রিফিং করে বললেও তো মানুষ কিছু জানতে পারছে।
এটাতে সরকার মনে করছে, তারা বি'ব্রত হচ্ছেন। এ'জন্য ব্রিফিং তারা ব'ন্ধ করে দিয়েছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য'খাতে দুর্নী'তির সমা'লোচনা করে তিনি বলেন, এই স্বাস্থ্য'মন্ত্রীর কারণে গোটা স্বাস্থ্য'খাতে নৈরাজ্য বিরাজ করছে। চো'র-ডা'কাত-জালিয়াত-ঠক'বাজে ভর্তি স্বাস্থ্য খাত বলেও সমা'লোচনা করেন রিজভী।
এর আগে, ১৫ আগস্ট স্বাস্থ্য'মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাক'সিনের প্রয়োজন হবে কি না জানি না, কো'ভিড এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে।
এ'ছাড়া মানুষ এখন বাসায় বসেই চি'কিৎসা পায় তাই তাদের হাস'পাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রো'গী কম। এরপরই সারা দেশে এ নিয়ে সমা'লোচনা ঝড় উঠেছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ক'রোনা ভা'ইরাস সং'ক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ'সহ বিশ্বের ২১৫ টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কো'ভিড-১৯।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম ক'রোনা ভা'ইরাসের রোগী শ'নাক্ত হলেও প্রথম মৃ'ত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন ক'রোনা রোগী' শনাক্ত ও মৃ'তের সংখ্যা বাড়ায় নড়ে'চড়ে বসে সরকার।
ভাইরাস'টি যেন ছড়িয়ে পড়তে না পারে সে'জন্য ২৬ মার্চ থেকে ব'ন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বে'সরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে ক'রোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বে'সরকারি অফিস খুলে দেয়া হয়। তবে ব'ন্ধ রাখা হয়েছে শিক্ষা'প্রতিষ্ঠান।
0 মন্তব্যসমূহ