বোরকা পরে আসায় স্বর্ণপদক দেয়া হলো না ফার্স্ট হওয়া ছাত্রীকে

 

ভারতের বিভিন্ন শিক্ষা'প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের পোশাকের কা'রণে বৈষম্যের শি'কার হতে হচ্ছে।

সাম্প্রতিক সময় দেশ'ব্যাপী এরকম অসহিষ্ণুতার বেশ কিছু ঘ'টনা ঘটেছে। যার সর্ব'শেষ শিকার ঝাড়খণ্ডের রাঁচি শহরের এক শিক্ষার্থী। যিনি প'রীক্ষায় প্রথম হয়েও স্বর্ণপদক গ্রহণ করতে পারেননি ধর্মীয় পোশাকের কা'রণে।

গত রোববার রাঁচির মারওয়ারি কলেজে ঘটেছে এই ঘ'টনা। নিশাত ফাতিমা নামের এক ছাত্রী স্নাতক সমাপনী প'রীক্ষায় সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেও তাকে সনদ ও স্বর্ণ'পদক দেয়া হয়নি বোরকা পরে অনুষ্ঠানে আসার কা'রণে।
স্নাতক সনদ গ্রহণ অনুষ্ঠানে বোরকা পরে হাজির হন নিশাত। প্রথম হওয়ায় পু'রস্কার বিতরণী অনু'ষ্ঠানের শুরুতেই তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হয়; কি'ন্তু তাৎক্ষণিক আবার ঘো'ষণা করা হয় যে, কলেজের নির্ধারিত পোশাক পরে না আসায় (ড্রেস কোড) তাকে এই অনুষ্ঠানে ডি'গ্রি প্রধান করা হবে না।

এর'পর কলেজ কর্তৃ'পক্ষ পরবর্তী শিক্ষার্থী'দের হাতে পুরস্কার তুলে দেয়। এ ঘ'টনার বিষয়ে নিশাতের বাবা মোহাম্মাদ ইকরামুল হক বলেন, যদিও অনুষ্ঠানের ড্রেস কোড ছিল; কি'ন্তু বোরকা আমাদের ধর্মীয় ঐ'তিহ্য।

ড্রেস কোড অ'নুযায়ী ছাত্রদের কুর্তা পাজামা ও ছাত্রীদের সালোয়ার কামিজ, স্কার্ফ অথবা শাড়ি পরে আসার কথা বলা হয়েছিল। যদি'ও তাতে কোন নি'র্দিষ্ট রংয়ের কথা বলা হয়নি।
এর কয়েক'দিন আগে দেশ'টির উত্তর প্রদেশের ফিরোজাবাদের একটি শীর্ষ'স্থানীয় কলেজ মেয়েদের হিজাব বা বোরকা নি'ষিদ্ধ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ