চীনের জিন'জিয়াংয়ে চলা মুসলিম গণহ'ত্যা ও নিপীড়নের বি'রুদ্ধে নীরবতা ভেঙে প্র'তিবাদ জানাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জা'নিয়েছেন জিনজিয়াংয়ের নির্বাসিত নে'তা সালিয়াহ হুদাইয়ার। নিপীড়ত'দের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন পূর্ব তুর্কিস্তান বা জিন'জিয়াংয়ের নির্বাসিত এই প্রধান'মন্ত্রী।
জিনজিয়াংয়ে চীনের নিপীড়ন থামাতে পুরো মুসলিম বিশ্ব'কে নীরবতা ভেঙে প্র'ত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
মুসলিম বি'শ্বের কাছ থেকে সংহতি এবং সমর্থন আশা করে সালিয়াহ ভিডিও বার্তায় বলেন, আমরা চাই রাজ'নৈতিক, আর্থিক, কূট'নৈতিক বা অন্য যে কোনও উপায়ে আমাদের বি'চার চাইতে এবং পূর্ব তুর্কিস্তানে চীনের দখলদারিত্ব ও গণ'হত্যার অবসান ঘ'টাতে।
0 মন্তব্যসমূহ