পাকিস্তান সীমান্তে পাঁচ জন সাধারণ মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী


ভারতের পাঞ্জাবে ৫ ব্যক্তি'কে গু'লি করে হ'ত্যা করেছে দেশ'টির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার ভোরে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্তে এ ঘ'টনা ঘটে।

নি'হতদের অনু'প্রবেশকারী বলে দাবি করলেও তারা কোন দেশে'র নাগরিক তা জানায়নি বিএসএফ।
বি'এস'এফ কর্মকর্তা'দের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সং'বাদ সংস্থা পিটিআই।

কর্মকর্তা'দের দাবি, অনুপ্রবেশ'কারীরা তারন তরান জেলার খেমকারান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের পাশ দিয়ে প্রবেশের চে'ষ্টা করছিল।
এ'সময় থামতে বলা হলে তারা বিএসএফের দায়িত্বরত সদস্যদের ওপর গু'লি চালায়। এ'সময় দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৫ অনুপ্রবেশকারী নি'হত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ