মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অব'মাননার দায়ে নাইজেরিয়ার এক গায়ক'কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু'দণ্ডের আদেশ দিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি শরীয়া আ'দালত।
(১০ আগস্ট) সোমবার রাজ্যের হাওসায় ফিলিন হোকি এলাকার উচ্চ'শরীয়া আদা'লত ২২ বছরের ইয়াহিয়া শরিফ-আমিনুকে ধর্ম অব'মাননায় দোষী সাব্যস্ত করে।গত মার্চে নিজের গাওয়া একটি গান হোয়াটসঅ্যাপে ছ'ড়িয়ে দেওয়ার ঘ'টনায় তার বি'রুদ্ধে ওই অভি'যোগ আনা হয়।
শরীয়া আদা'লতের বিচারক খাদি আলিয়ু মো. কানি জানিয়েছেন, দণ্ডাদেশের বি'রুদ্ধে আপিলের সু'যোগ পাবেন তিনি।
নাইজেরিয়ার উত্তরা'ঞ্চলের ১২টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে শরীয়া বি'চার ব্যবস্থা চালু রয়েছে। এর অধীনে কেবল মুসলমানদেরই বি'চার হয়। নিজস্ব আপিল আ'দালত থাকা শরীয়া ব্যবস্থায় মুসলমানদের সিভিল ও ক্রিমিনাল দুই ধরণের অপ'রাধেরই বিচা'র করা হয়ে থাকে।
তবে এই আদা'লতের রায়কে দেশ'টির ধর্মনিরপেক্ষ আ'দালত এবং সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করা যায়। আলকালিস নামে পরিচিত দেশ'টির শরীয়া আ'দালতের বিচারকেরা ইসলামিক এবং ধর্মনিরপেক্ষ উভয় আইন সম্পর্কেই জ্ঞান রাখেন। যদি মুসলমান ও অমু'সলমানের মধ্যকার কোনও মামলা সামনে আসে তাহলে অ'মুসলিম ব্যক্তি আ'দালত বেছে নেওয়ার সুযোগ পান।
অমুসলিম ব্যক্তির লিখিত অনুমতি পেলেই কেবল তার সংশ্লিষ্ট মামলার শুনানি করতে পারে শরীয়া আ'দালত।
এই আদালতের শাস্তির মধ্যে রয়েছে, বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ এবং মৃত্যু'দণ্ড। ১৯৯৯ সালে পুনরায় চালুর পর থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ায় শরীয়া আদা'লতের দেওয়া একটি মাত্র মৃত্যু'দণ্ড কার্যকর হয়েছে।
সোমবার শরীয়া আ'দালতে মৃত্যু'দণ্ড পাওয়া গায়ক ইয়াহিয়া শরিফ-আমিনু মার্চে গান'টি কম্পোজ করার পরই আত্ম'গোপনে চলে যান।
তাকে গ্রে'প্তারের দাবিতে দেশটির হিসবাহ নামে পরিচিত ইসলামিক পু'লিশ বাহিনীর সদর দফতরের বাইরে বি'ক্ষোভও হয়। পরে ইয়াহিয়া শরিফ-আমিনুকে আ'টক করা হয়।
নিজের গানে দেশ'টির তাজানিয়া সম্প্রদায়ের এক ইমাম'কে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উপরে স্থান দিয়ে ইমামের প্রশংসা করেছিলেন আমিনু। আর এর মধ্য দিয়ে তিনি ধর্ম অ'বমাননা করেন বলে প্রমাণ পায় শরীয়া আ'দালত।
গায়ক ইয়াহিয়া শরিফ-আমিনুকে গ্রে'ফতারের দাবির বি'ক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন ইদ্রিস ইব্রাহিম। রায় ঘোষণার পর এক প্রতি'ক্রিয়ায় তিনি বলেন, ইয়াহিয়ার পথ অনুসরণ করতে চাওয়া অন্য'দের জন্য সতর্কবার্তা হবে এই রায়।
তিনি বলেন, রায় শোনার পর আমি খুবই খুশি হয়েছি কা'রণ এতে প্রমাণ হয়েছে আমাদের বি'ক্ষোভ বিফলে যায়নি।
তিনি আরও বলেন, যারা মনে করে আমাদের ধর্ম এবং নবী'কে অবজ্ঞা করে পার পেয়ে যাবে তাদের প্রতি'বন্ধক হিসেবে কাজ করবে এই রায়।
0 মন্তব্যসমূহ