আমিরাতের এই ভন্ডামীকে ইতিহাস কখনো ক্ষমা করবেনা: তুরস্ক

 

শা'ন্তি চুক্তির নামে ইহু'দীবাদী সন্ত্রা'সীদের অ'বৈধ রাষ্ট্র ইসরাইল'কে আমিরাতের স্বীকৃতির তীব্র নি'ন্দা জানিয়েছে তুরস্ক ও ইরান। এ দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, আরব আমিরাত এই চুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিন'কে ত্যাগ করেছে।


তুরস্কের পররাষ্ট্র মন্ত্র'ণালয়ের এক বিবৃতি'তে বলা হয়েছে, ইতিহাস ও বিশ্ব মুসলিম বিবেক সংযুক্ত আরব আমিরাতের এই ভণ্ডামি'কে ভুলবে না এবং কখনও ক্ষ'মা করবে না। আমিরাত তার নগন্য স্বার্থ হাসিলের জন্য ফি'লিস্তিনের সাথে বিশ্বাস'ঘাতকতা করেছে।

বিবৃতিতে বলা হয়, এই চুক্তির বিষয়ে ফিলিস্তিনী'দের তীব্র নেতিবাচক প্রতি'ক্রিয়া প্রকাশ করা ন্যায়'সঙ্গত। ফিলিস্তিনের জনগণ ও প্রশা'সনের সম্মতি ব্যতীত এমন গুরুত্ব'পূর্ণ বিষয়ে ইসরাইলের সাথে আলোচনা করার কোন অ'ধিকার নেই আরব আমিরাতের।
এর আগে তুরস্কের রাষ্ট্র'পতি রজব তাইয়েব এরদোগান ইস্তাম্বুলে সাংবাদিক'দের সাথে আলাপ'কালে বলেছেন, তুরস্ক আবুধাবিতে তার দূতাবাস বন্ধ করার এবং সং'যুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার বিষয়ে বিবে'চনা করবে।

এ'দিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্র'ণালয় এক বিবৃতি'তে বলেছে, আমিরাত এবং অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলির সরকার'কে এ বিতর্কিত স্বীকৃতির সমস্ত পরিণতির দায় স্বী'কার করতে হবে।
এতে আরো বলা হয়, ফি'লিস্তিনের নিপীড়িত মানুষ এবং বিশ্বের সমস্ত স্বাধীন জাতি ইহু'দীবাদী ইসরাইল'কে আমিরাতের স্বীকৃতি করার অপরাধ'কে কখনই ক্ষ'মা করবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ