অস্ত্র দিয়েই ইসরাইলী হামলার জবাব দিতে ‘ইসলামী জিহাদ’ প্রস্তুত

ফিলিস্তিনের প্র'তিরোধ সং'গঠন ইসলামি'জিহাদ  বলেছে, দখল'দার ইসরাইলের হা'মলা ও আ'গ্রাসন মোকা'বিলার জন্য তারা সম্পূর্ণ প্র'স্তুত রয়েছে।


বার্তা সংস্থা ‘ফিলিস্তিন আল'ইয়ুম’ জানিয়েছে, ‘ইসলামি জিহাদ’ এক বিবৃতিতে হুঁ'শিয়ারি দিয়ে বলেছে গাজা অব'রোধ প্রত্যাহার করা না হলে উদ্ভূত পরি'স্থিতির জন্য দখল'দার ইসরাইল দায়ী থাকবে। ইসলামি জি'হাদ অন্যায় অবরোধ ভা'ঙতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতি'তে উল্লেখ করা হয়েছে।

ইসলামি জি'হাদ আরও জানিয়েছে, অবরোধ'সহ নানা কঠোরতা ও হা'মলা সত্ত্বেও প্রতি'রোধ সংগ্রামী'দের মনোবল অক্ষুণ্ণ রয়েছে এবং প্র'তিরোধ ফ্রন্টের শক্তি ও মনোবল বেড়ে চলেছে। যু'দ্ধ সরঞ্জামের ক্ষেত্রে'ও আরও সমৃ'দ্ধ হচ্ছে।

সংগঠন'টি গাজা অব'রোধ প্রত্যা'হারের বিষয়ে ইসরাইল যে'সব প্র'তিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
এর আগে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের হামাস ও দখল'দার ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনায় স্থায়ী যুদ্ধ'বিরতি ও অবরোধ প্রত্যা'হারের বিষয়ে সমঝোতা হয়েছিল। কি'ন্তু দখলদার ইসরাইল সেই সমঝোতা ল'ঙ্ঘন করে চলছে প্রতি'নিয়ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ