ইসরাইলী কর্তৃপক্ষ বরাবরের মতো গত (৩১ আগস্ট) সোমবার আবারো দু’জন ফিলিস্তিনি'কে তাদের বাড়িঘর ভে'ঙে ফেলার নির্দেশ দিয়েছে।
জেরুসালেমের বেইত হানিনা এলাকার আবদুস'সালাম ও ওদাই আল-রাজম নামে দুই ভাইকে তাদের বাড়িঘর ভে'ঙে ফেলার অ'বৈধ নির্দেশ দেওয়া হয়। বাড়ি ভেঙে না দিলে মোটা অংকের জ'রিমানা গুণতে হবে বলেও তাদেরকে হু'মকি দেয় ইসরাইল।
এ নিয়ে গত ৮ মাসে ইহুদীবাদী ইসরাইল অবৈধ'ভাবে জেরুজালেম দখল করে স্থানীয় বাসিন্দাদের ৬৫০ টি বাড়ি ভে'ঙ্গে ফেলতে বাধ্য করেছে।
উল্লেখ্য, ইহু'দিবাদী ইসরাইল কর্তৃক অবৈধ'ভাবে দখল'কৃত পূর্ব জেরুসালেম পুরো অঞ্চল'টি ইসরাইলীয় সামরিক ও প্রশা'সনিক নিয়ন্ত্রণের অধীনে ‘এরিয়া সি’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
যার ফল'স্বরূপ ইসরাইলি বাহিনী নিয়মিত'ভাবে এই অঞ্চলে ফিলিস্তিনিদের বাড়ি'ঘর ভে'ঙে ফেলা'সহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালিয়ে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ